Header Ads Widget

 


ফুলপুরে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 


ফুলপুর প্রতিনিধি:ফুলপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা।

কর্মশালায় তামাক বিরোধী নীতিমালা, আইন এবং তামাক ব্যবহারের আর্থিক, সামাজিক ও শারীরিক ক্ষতি নিয়ে আলোচনা হয়।


বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মেহদী হাসান ফারুক, কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ, ওসি মোঃ আব্দুল হাদী, প্রাণিসম্পদ কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ।মূল প্রবন্ধ উপস্থাপন করেন RMO ডা. সাদ মাহমুদ জয়।


সভাপতির বক্তব্যে ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, “তামাক ও ধূমপানের কুফল থেকে দেশ ও সমাজকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে। শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে এবং ধূমপানকে 'না' বলতে হবে।

Post a Comment

0 Comments