ফুলপুর প্রতিনিধিঃমিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে ময়মনসিংহের ফুলপুরে ভুক্তভোগীর পরিবারের সদস্য বৃন্দের আয়োজনে ভুক্তভোগীর স্ত্রী শেফালি আক্তার এক সংবাদ সম্মেলন করেন।
বৃহস্পতিবার (৮ মে) দুপুর ফুলপুর পৌর ঘাস ফড়িং রেস্টুরেন্টে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।উক্ত সংবাদ সম্মেলন ভুক্তভোগী সৈয়দ আশরাফুল ইসলাম সফর এর স্ত্রী মোছাঃ শেফালি আক্তার জানান, সৈয়দ কামরুলজামান এর সাথে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে পারিবারিকভাবে তার ভাই সৈয়দ কামারুজ্জামান এর সাথে ঝগড়া চলছে।
কামরুজ্জামান আওয়ামী সরকারের আমলে থানা কমিটির সদস্য হওয়ার সুবাদে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুলিশের সহযোগিতায় বার বার ভয় ভীতি দেখিয়ে তার দেওয়া শর্তগুলো মানিয়া নিতে চাপ প্রয়োগ করে।এছাড়াও পুলিশ সহায়তায় বিভিন্ন প্রকার হয়রানি মূলক মিথ্যা মামলা রজু করে।
ইহার প্রেক্ষিতে বিগত ৩০/০৪/২০২৪ ইং তারিখে আশরাফুল ইসলাম (সফর),ময়মনসিংহ পুলিশ সুপার বরাবর সুবিচার পাওয়ার জন্য অভিযোগ দায়ের করে।কিন্তু তার কোন প্রতিকার পাওয়া যায়নি বলে জানান ভুক্তভোগীর স্ত্রী শেফালি।
হঠাৎ করে গত ২২-০৪-২০২৫ইং তারিখে ফুলপুর থানা এস.আই সানাউল্লাহ হক আনুমানিক রাত ২ টায় আশরাফুল ইসলাম সফর কে বাড়ি থেকে উঠিয়ে থানায় নিয়ে যায়।
আমি শেফালি নিজ থানায় ওসির সাথে দেখা করার চেষ্ঠা করি। কিন্তু সারারাত এবং পরদিন সকাল ১০ ঘটিকা পর্যন্ত বসে থাকার পরেও দেখা করতে পারিনি অবশেষে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার তালুকদার এর নিকট ফোনে জানতে চায় আমার স্বামী আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত না তবে কেন তাকে পুলিশ ধরে নিয়েগেছে ? বিষয়টি জেনে কিছুক্ষণ পর ফোনে বিএনপির নেতা আমাকে জানায়,আপনাদের নিজেদের লোকই ধরিয়ে দিয়েছে, এটা কোন দলীয় বিষয়ে না।
ভুক্তভোগীর পরিবার সাংবাদিকদের জানান, কামরুজ্জামান অর্থের বিনিময়ে ২০/০৭/২০২৪ ইং তারিখের ঘটনার ফুলপুর থানায় দায়েরকৃত মামলা নং-১৬, ২৩-০২-২৫ ইং তারিখের রাজনৈতিক নাশকতা মামলায় ফাঁসিয়ে দিয়েছে। সৈয়দ আশরাফুল ইসলাম সফর কোন আওয়ামীগ এর রাজনীতির সাথে জড়িত ছিলনা।
ভুক্তভোগীর পরিবার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্বামীর বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রুত মুক্তির দাবি জানান, এছাড়াও বিগত সময়ে নানা অপকর্মের সাথে জড়িত আওয়ামী লীগের নেতা সৈয়দ কামরুজ্জামান কে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
0 Comments