Header Ads Widget

 


ময়মনসিংহে কৃষি উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার

 


স্টাফ রিপোর্টারঃময়মনসিংহে বাংলাদেশের কৃষি উন্নয়নে গণমাধ্যমে ভূমিকা শীর্ষক দিনব্যাপি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নগরীর মাসকান্দায় আঞ্চলিক কৃষি তথ্য সার্ভিসের হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। 

সেমিনারে কৃষি তথ্য সার্ভিস এর প্রধান তথ্য অফিসার বি এম রাশেদুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. সালমা লাইজু। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, কৃষি তথ্য সার্ভিসের সাবেক পরিচালক কৃষিবিদ ড. মো. জাহাঙ্গীর আলম। আমন্ত্রিত অতিথি হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতার ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. আল আমিন খান।

 সেমিনারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৫ জেলার উপপরিচালক, বিনা, ব্রি, বাকৃবি, বারটান, বিএডিসি, হর্টিকালচার সেন্টার, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, এনজিও কমী, গণমাধ্যম উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করার পর আলোচক বৃন্দ আলোচনা করেন। পরে সভাপতি তার আলোচনায় কৃষি তথ্য সার্ভিস এর সার্বিক কার্যক্রম তুলে ধরেন। এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সেমিনার কাজ শেষ করেন।


ছবির ক্যাপশন- সেমিনারে প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. সালমা লাইজু সহ অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।

Post a Comment

0 Comments