হালুয়াঘাট প্রতিনিধিঃ মহান মে দিবস উপলক্ষ্যে হালুয়াঘাট উপজেলা শ্রমিক দলের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে হালুয়াঘাট পৌর শহরে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয় ।
সমাবেশে সকলকে মে দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয় এমরান সালে প্রিন্স বলেন, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে মে দিবসে শ্রমজীবী মানূষের কল্যাণের জন্য বৈষম্যহীন এবং সাম্য, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে শপথ নিতে হবে। তিনি বিএনপির ওপর সকলকে আস্থা রাখার আহবান জানিয়ে বলেন, সকলের আস্থা ও সমর্থনের প্রতিদান তারেক রহমান ও বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করে সাম্য , মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের মাধ্যমে দেবে ।
তিনি আরো বলেন, বিএনপি শ্রমিক কৃষক মেহনতি বান্ধব রাজনৈতিক দল । বিএনপি মেহনতি মানুষের আকাঙক্ষা ধারণ করে রাজনীতি করে । বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান নিজেকে শ্রমিক পরিচয় দিতে গর্ব করতেন । সে পরিচয়ে আমরাও গর্বিত , অমরা একজন শ্রমিকের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের কর্মী । আমরাও শ্রমিক । হালুয়াঘাটের কয়লা, পরিবহণ, নির্মান, ধানকল, কৃষি, রিক্সা-অটো রিক্সা শ্রমিকসহ শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানে সকলকে উদ্যোগী হবার আহবান জানিয়ে শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়নে নিজের সহযোগিতার আশ্বাস দেন বিএনপির এই যুগ্ম মহাসচিব ।
হলুয়াঘাট পৌর শহরে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে উপজেলা শ্রমিক দলের সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আবদুল গণির সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল , পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উলাহ , উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর বক্তব্য রাখেন ।
সংক্ষিপ্ত সমাবেশের পর রং বেরঙের পতাকাসহ দলীয় পতাকা ও বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা হালুয়াঘাটের পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহিলা মার্কেটে এসে শেষ হয় ।
0 Comments