Header Ads Widget

 


ময়মনসিংহে ভারতীয় আগ্রাসন ও ফিলিস্তিনে বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

 


বাবলু আকন্দঃ ময়মনসিংহ সদর উপজেলার বাহাদুরপুর নদীর পাড় মোড়ে শুক্রবার (২ মে ২০২৫) বাদ জুমা অনুষ্ঠিত হয় এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। নবী করিম হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বারবার ব্যঙ্গচিত্র প্রকাশ, ভারতে মসজিদ-মাদ্রাসার ওয়াকফ সম্পত্তি নিয়ে বিতর্কিত বিল পাশ এবং ফিলিস্তিনে নারী-শিশুসহ নিরীহ মানুষের ওপর ইসরাইলি হামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।


স্থানীয় ওলামায়ে কেরাম ও রাসূলপ্রেমিক তাওহিদী জনতার উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে ইসরাইলি পণ্য বয়কটসহ একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়।


সমাবেশে সভাপতিত্ব করেন বাহাদুরপুর পূর্ব পাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক জনাব মোঃ ইয়াসিন আলী জীবন। বক্তব্য রাখেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, মোঃ শহিদুল ইসলাম মিন্টু ও মোঃ আবুল হাসনাত বাবু প্রমুখ।


প্রধান বক্তা মাওলানা হাবিবুর রহমান বলেন, “রাসূলুল্লাহ (সা.)-এর মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গ করতেও আমরা পিছপা হব না। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দুঃসাহস কেউ করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।”


বক্তারা ভারতের সাম্প্রতিক ওয়াকফ বিলের তীব্র সমালোচনা করেন এবং মুসলিম জনগণের ধর্মীয় অধিকার রক্ষায় বিশ্ব মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ফিলিস্তিনে চলমান গণহত্যার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা অত্যন্ত হতাশাজনক।


সমাবেশ শেষে বাহাদুরপুর নদীর পাড় মোড় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল জয়বাংলা বাজার এলাকা প্রদক্ষিণ করে। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

Post a Comment

0 Comments