ফুলপুর প্রতিনিধিঃ মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক”—এই প্রতিপাদ্যে ফুলপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫। ১ মে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও শ্রমিক দলের উদ্যোগে পৃথকভাবে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও সাদিয়া ইসলাম সীমা।
সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ফুলপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান প্রমুখ।
আলোচনায় শ্রমিকরা ন্যায্য মজুরি, ২৫ হাজার টাকা ন্যূনতম বেতন, শ্রম নীতির সংস্কার ও চাঁদাবাজি-হয়রানি বন্ধের দাবি জানান।
0 Comments