Header Ads Widget

 


মুক্তাগাছায় মানবতার শরবত বিতরণে ব্যতিক্রমী উদ্যোগ বন্ধন ব্লাড মানবিক ফাউন্ডেশনের

 


বাবলু আকন্দঃ "চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে"এই মহত্‍ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রখর রোদের মধ্যে তীব্র গরম উপেক্ষা করে জনসাধারণের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ করেছে বন্ধন ব্লাড মানবিক ফাউন্ডেশন, মুক্তাগাছা। রোববার সকালে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ ব্যতিক্রমী কর্মসূচিতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়ে।


এই অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা জানান, তারা শুধুমাত্র রক্তদানের মধ্যেই নিজেদের সেবামূলক কাজ সীমাবদ্ধ রাখেন না, বরং দেশের যেকোনো সংকট ও মানবিক পরিস্থিতিতে এগিয়ে আসার অঙ্গীকারে বিশ্বাসী। শরবত বিতরণের এই উদ্যোগ তারই একটি প্রতিফলন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই কার্যক্রম শুধুমাত্র একদিনের নয়, এটি অব্যাহত থাকবে এবং আরও বৃহৎ পরিসরে আয়োজন করার পরিকল্পনাও রয়েছে।


সংগঠনের এক সদস্য বলেন, মানুষ যখন প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে, তখন তাদের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। আমরা চাই মানুষ বুঝুক মানবতা এখনো বেঁচে আছে, আর তার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।


বন্ধন ব্লাড মানবিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মুক্তাগাছা অঞ্চলে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। জরুরি রোগীর জন্য রক্ত সংগ্রহ, বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ, অসহায়দের সহায়তা এই সবই তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। স্থানীয় মানুষজনও সংগঠনটির কার্যক্রমে প্রশংসা ও উৎসাহ দিয়ে পাশে থাকেন।


একজন পথচারী বলেন, এ রকম একটি তীব্র গরমের দিনে কেউ যদি বিনা মূল্যে ঠান্ডা শরবত হাতে দেয়, তাহলে বোঝা যায়—ভালোবাসা এখনো চারপাশে ছড়িয়ে আছে। বন্ধন ব্লাড ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য।


মানবতা ও সহমর্মিতার বার্তা নিয়ে এমন স্বেচ্ছাসেবী উদ্যোগ আগামী দিনে আরও তরুণদের অনুপ্রাণিত করবে বলেই মনে করেন সচেতন মহল। বন্ধন ব্লাড মানবিক ফাউন্ডেশন প্রমাণ করেছে স্বল্প সম্পদেও যদি ইচ্ছে থাকে, তবে সমাজে পরিবর্তন আনা সম্ভব।

Post a Comment

0 Comments