Header Ads Widget

 


মুক্তাগাছায় ১নং দুল্লার সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার


 বাবলু আকন্দঃ ময়মনসিংহের মুক্তাগাছার ১নং দুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হুসেন আলীকে গ্রেপ্তার করেছে কেহ। রবিবার সকালে ময়মনসিংহের র‌্যাব-১৪’র একটি টিম উপজেলার কেশবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।


পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর মুক্তাগাছা থানায় তার বিরুদ্ধে মামলা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। রবিবার র‌্যাব তাকে গ্রেপ্তার করে। দুপুরে র‌্যাব তাকে মুক্তাগাছা থানায় সোপর্দ করে।


হুসেন আলী আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। পর পর দুই মেয়াদে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুল্লা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে মামলা হয়। এরপর পলাতক থাকায় অন্য আরও ৯টি ইউনিয়নের চেয়াম্যানসহ তাকেও চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত করে সেখানে প্রশাসক নিয়োগ দেয়া হয়।


মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান, র‌্যাবের একটি টিম তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

Post a Comment

0 Comments