Header Ads Widget

 


ফুলপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন

 


ফুলপুর প্রতিনিধিঃ  জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহের ফুলপুরে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০মে) দুপুর ১১ টার দিকে  উপজেলা সম্মেলন কক্ষে  উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  


উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ নেওয়াজ বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান। উক্ত অনুষ্ঠানে  প্রাথমিক শিক্ষার বিভিন্ন ক্যাটাগরিতে সফলতায় শ্রেষ্ঠ  ছাত্র-ছাত্রী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে পুরুষ্কার প্রদান করা হয়েছে।


ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন পশ্চিম মাড়াদেওড়া প্রাইমারি স্কুলের শিক্ষক আয়েশা খাতুন, জেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত ফুলপুরের বিলাসাটি স্কুলের ফিরোজ আলম এবং জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে সিংহেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়।


এ-সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শিহাব উদ্দিন খাঁন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ,সাংবাদিক বৃন্দ,ও বিভিন্ন প্রাইমারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী প্রমুখ।


Post a Comment

0 Comments