Header Ads Widget

 


ফুলপুরে অবৈধ বালু উত্তোলনেরন দায়ে ইটভাটার মালিক কে ২ লাখ টাকা জরিমানা

 


ইকবাল হুসাইনঃ ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের নাহিন ইটভাটায় ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।


বুধবার (৩০ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।


অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি)মেহেদী হাসান ফারুক। অভিযান পরিচালনায় সহযোগিতা করে ফুলপুর থানা পুলিশ।


অভিযানের সময় স্থানীয় জনগণকে অবৈধ বালু উত্তোলনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

Post a Comment

0 Comments