ইকবাল হুসাইনঃ জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি র্যালি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। অনুষ্ঠান পরিচালনা করেন ফুলপুর পৌর সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক।
সভায় উপস্থিত ছিলেন ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর এবং ছাত্র প্রতিনিধি মোঃ রাহাত হোসেন।
বক্তারা সরকারি বিনামূল্যে আইনি সহায়তা সেবার প্রয়োজনীয়তা ও সাধারণ জনগণের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ অংশগ্রহণ করেন।
0 Comments