Header Ads Widget

 


ফুলবাড়িয়ায় যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্বার

 ফুলবাড়িয়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আঃ মালেক (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্বার করেছে পুলিশ।

গতকাল রোববার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার বালিয়ান ইউনিয়নের নয়াবিলা গ্রামের লাল স্কুলের পাশে জনৈক আবু কায়সারের পুকুর থেকে এ মরদেহ উদ্বার করা হয়। নিহত ব্যক্তি তেলিগ্রামের শেখ ফরিদের পুত্র। সে পেশায় একজন ইজিবাইকের মিস্ত্রি বলে জানাগেছে।

পুলিশ জানায়, রোববার সকালে স্থানীয় লোকজন পুকুরে ভাসমান লাশ দেখতেপায়। পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে লুঙ্গি ও ফুলহাতা গেঞ্জি পরিহিত যুবকের বিকৃত মরদেহ উদ্বার করে। নিহত ওই যুবক ৪ দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন বলেও পুলিশ জানায়। তবে এ সংক্রান্ত ঘটনায় নিহতের পরিবার থানায় কোন সাধারণ ডায়েরি (জিডি) করেননি।

এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার ওসি মোহাম¥দ রুকনুজ্জামান বলেন, যুবকের মরদেহ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট শেষে বলা যাবে কীভাবে মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

Post a Comment

0 Comments