ফুলবাড়িয়া প্রতিনিধি : নবগঠিত ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য, ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক
ও নাকসুর সাবেক জিএস অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে নগরীর ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন নবগঠিত কমিটির আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলুর নিজ বাসভবনে তাকেসহ এ কমিটির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম এবং সদস্যসচিব রোকনুজ্জামান সরকার রোকনকে শুভেচ্ছা জানানো হয়।
এ উপলক্ষে এর আগে অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য রালি ও স্লোগানের মাধ্যমে আহবায়ক কমিটিকে অভিনন্দন জানানো হয়। এতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আলহাজ্ব জাকির হোসেন বাবলু উপস্থিত নেতাকর্মীদের ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির পক্ষ
থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
0 Comments