বাবলু আকন্দ :ময়মনসিংহের মুক্তাগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন ৬ নং মানকোন ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বিল্লাল হোসেন, ৫ নং বাশাটি ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম ও উপজেলা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মঞ্জুরুল ইসলাম।
আওয়ামী লীগ সরকারের পতনের পর হওয়া একাধিক মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান, একাধিক মামলার আসামী ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
0 Comments