Header Ads Widget

 


ফুলবাড়িয়ায় ছয়টি কক্ষ আগুনে পুড়ে ছাই


ফুলবাড়িয়া প্রতিনিধি:ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আগুনে পুড়ে পৃথক দুটি বাসার ৬টি কক্ষ পুড়ে গেছে। এতে করে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।

সোমবার (২৫ নভেম্বর ) সকালে পৌর সদরের ঋষি পাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মুহুর্তেই সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের টিম ছুটে আসেন। পরে স্টেশন অফিসার হযরত আলীর নেতৃত্বে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ারসার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনেন।

এসময় নাম প্রকাশে অনিচ্ছুক এক ফায়ারম্যান জানান,  বাসাবাড়িগুলোতে নিয়ম অনুযায়ী রাস্তা রাখলে আগুন নিয়ন্ত্রণে এতো জঞ্জাল পোহাতে হতে না। ঘটনাস্থল এলাকায় বিল্ডিং কোড মেনে কোন রাসÍা রাখা হয়নি বলেও তিনি জানান ।

জানাগেছে, ঋষি পাড়ার জনৈক ডাক্তার রজিত কুমারের রান্না ঘর থেকে আগুন লেগে তার বাসার ৩ টি রুম ও প্রতিবেশী কম্পিউটার অপারেটর রুবেল মুন্সি নামে আরেকজনের বাসার ৩ টি রুম পুড়ে গেছে । সেইসাথে   বাসাগুলোতে থাকা তৈজসপত্রসহ অনেক মালামাল পুড়ে ছাই হয়ে যায় ।

ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশনের অফিসার হযরত আলী দৈনিক বাংলা কে জানান, খবর পেয়ে তাড়াতাড়ি ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌছে। প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়, তা না হলে আশপাশে আগুন ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষতি হয়ে

যেতো। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটে রান্নাঘর থেকেই আগুনের সুত্রপাত হয়।

Post a Comment

0 Comments