Header Ads Widget

 


ফুলপুরে অজ্ঞাত লাশটি মুক্তিযোদ্ধার সন্তান

ফুলপুর প্রতিনিধি:ময়মনসিংহের ফুলপুর গোল চত্বর থেকে পুলিশের উদ্ধারকৃত অজ্ঞাত লাশটির পরিচয় সনাক্ত হয়েছে।মরদেহটি সনাক্ত করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালালে তার পরিচয় সনাক্ত করা হয়।

সে অজ্ঞাত যুবকের নাম নয়ন মিয়া (২৯) নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কালিকাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ও হাসিনা বেগমের সন্তান।


ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের ফুলপুর গোলচত্বরে নোংরা বস্ত্র পরিহিত অবস্থায় কম্বল গায়ে শোয়া ছিল ওই যুবক। স্থানীয়দের ধারণা, গত রাতে সে ওখানেই ছিল  পরে দুপুরের দিকে ওই যুবককে নড়াচড়া করতে না দেখে মারা গেছে বলে পথচারীদের সন্দেহ হলে ফুলপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়।


এরপর ফুলপুর থানার এসআই তরিকুল ইসলাম তিন সদস্য বিশিষ্ট একটি টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে একটি অ্যাম্বুলেন্স দিয়ে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে লাশটি থানায় নিয়ে রাখা হয়।


ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাদি জানান ,অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া গেছে।সে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান।তার পরিবারের সদস্যরা জানিয়েছেন,সে মানসিক ভারসাম্যহীন ছিল। তিন মাস আগে নিখোঁজ হয়।তার মৃত্যু সংবাদ পেয়ে স্বজনেরা নিতে আসলে নয়নের মরদেহ তাদের নিকট হস্তান্তর করাহয়।

Post a Comment

0 Comments