Header Ads Widget

 


ফুলপুরে ভ্রাম্যমান আদালতের ২৫ হাজার পাঁচশত টাকা জরিমানা


ফুলপুর প্রতিনিধিঃ পণ্যের দাম নিয়ন্ত্রণে ফুলপুরে বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসনের টাস্কফোর্স, এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা,বেশি দামে বিক্রি এবং মালামাল ক্রয়ের চালানপত্র দেখাতে না পারায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


রবিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ভাইটকান্দি  বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।এসময় মুদি দোকানে মূল্য তালিকা না থাকা,লাইসেন্স না থাকা,লেবেল ছাড়া পণ্য বিক্রয়, ক্রয়রশিদ সংরক্ষণ না করা ও দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার বিষয় গুলি তদারকি করা হয়।


এইসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট বিভিন্ন ধারায় ৭ টি পৃথক মামলায় ২৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক অভিযানে সহযোগিতা করেন ফুলপুর থানা পুলিশের একটি টিম।


উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সাদিয়া ইসলাম সীমা জানান অভিযানে গিয়ে জরিমানা আদায় এবং সবাইকে দ্রব্যমূল্যের  ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানানো হয় এবং ধার্য মূল্যের অধিক মূল্য না নেয়ার জন্য সতর্ক করা হয়।জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments