Header Ads Widget

 


নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নির্বাচন সম্পন্ন


মনজুরুল হক,নালিতাবাড়ী : শেরপুরের নালিতবাড়ী উপজেলা জামায়াতের  ২০২৫-২৬ সেসনের নির্বাচন সম্পন্ন হয়েছে। উপজেলার সকল রোকন (সদস্য)দের প্রত্যক্ষ ভোটে আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা আফসার উদ্দিন। সেক্রেটারি মনোনিত হয়েছেন শাহাদাত হোসাইন বিএসসি।

শুক্রবার (১৫নভেম্বর) সাকালে উপজেলা জামায়াত কার্যালয়ে এ নির্বাচন সম্পন্ন হয়। রোকনদের প্রত্যক্ষ ভোটে সুরা সদস্য নির্বচিত হয়েছেন রুহুল আমিন, দ্বীন মোহাম্দ মাস্টার, মাওলানা সায়েদুল হক, আজগর আলী, আবু ফাহিম, আব্দুল্লাহ আবু সামিদ, শাহাদাত হোসাইন ।

জেলা জামায়াতের আভ্যন্তরিন প্রধান নির্বাচন কমিশনার জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল নির্বাচন পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার অধ্যাপক মাওলানা আবুল কালাম, মাওলানা আব্দুল আওয়াল। নির্বাচিত আমীরকে সফথ বাক্য পাঠ করান শেরপুর জেলা আমীর  মাওলানা হাফিজুর রহমান।

Post a Comment

0 Comments