ইকবাল হুসাইন ফুলপুর প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার মাওঃ আবু রায়হান কে সভাপতি ও মাওঃ আওলাদ হোসাইন কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট নয়া কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০ টার দিকে ফুলপুর পৌরসভার মহিলা কলেজ রোডস্থ সানাই কমিউনিটি সেন্টারে উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সদস্য ও কাউন্সিল সম্মেলন অনুষ্ঠান থেকে ওই নয়া কমিটি ঘোষণা করেন।
উক্ত অনুষ্ঠানে উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাবেক সভাপতি মাওঃ আইন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ময়মনসিংহ জেলার সভাপতি আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সিনিয়র সহ-সভাপতি আল্লামা মুফতি মাহবুবুল্লাহ কাসেমী, সহ- সভাপতি আল্লামা ফরিদ হাবিবুল্লাহ রশিদ, সাধারণ সম্পাদক মুফতি জাকির হোসাইন,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ হিল বাকি।
নবগঠিত কমিটির সভাপতি মাওঃ আবু রায়হান, সহ-সভাপতি মাকসুদুল আলম,ফরিদ উদ্দিন,সাধারণ সম্পাদক মুফতি আওলাদ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ মাহমুদুর রহমান মানিক,যুগ্ম সহ সাধারণ সম্পাদক মাওঃ হাবিবুর রহমান মোখলেছ, সাংগঠনিক সম্পাদক মাওঃ কেফায়েত উল্লাহ,সহ সাধারণ সম্পাদক মুফতি আমির উদ্দিন, মাওঃ শরিফুল ইসলাম, মাওঃ আলমগীর প্রচার সম্পাদক মাওঃ আবুল বাসার,অর্থ সম্পাদক মাওঃ ইব্রাহীম।
উক্ত সম্মেলন অনুষ্ঠান থেকে ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি হলেন যারা,মাওঃ আল্লামা এমদাদুল হক শায়খে বালিয়া,মাওঃ আইন উদ্দিন,বালিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃফজলুল করিম, মাওঃইয়াহইয়া,মাওঃমহিউদ্দিন, মাওঃ আজিমউদ্দিন শাহ জামালী, মাওঃ ওয়াইজ উদ্দিন।
0 Comments