তাড়াইল প্রতিনিধিঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বি, এন,পির নবাগত কমিটির স্হান পাওয়া একজন চা বিক্রেতার কথাই এখন সবার মুখে সরব, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন ভাবে নির্যাতনের স্বীকার চায়ের দোকান খোলা তো দুরের কথা দোকান রেখে বার বার পালিয়ে তাড়াইলের আশে পাশের বিভিন্ন উপজেলায় দিনের পর দিন মাসের পর মাস আত্নগোপনে থেকেও গ্রেফতার এড়াতে পারেনি যেতে হয়েছে বার বার কারাগারে, তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের রোডে চা বিক্রেতা আবু তাহের যিনি তার মেধা ও দলের প্রতি আনুগত্য থেকে দীর্ঘ সংগ্রামী পথ পারি দিয়ে ছোট্ট একটা চায়ের দোকান করে পাছ সন্তানের জনক যেখানে সংসার চালিয়ে যেতে হিমসিম খেতে হত আবু তাহেরের, শুধু বি,এন,পির রাজনীতি করার কারনে এই রাজপথের খালেদা জিয়ার একনিষ্ঠ কর্মী হিসাবে কাজ করে রাজ নৈতিক মাঠে টিকে থেকে আজ উপজেলা কমিটিতে স্হান করে নিয়েছে তার সাথে কথা হলে তিনি জানান বিগত ১৪ টি বছর প্রতিটি দিন মনে হচ্ছে জেলখানায় ছিলাম আজ মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে আর কোন বাধা নেই তিনি আরও বলেন তাড়াইল উপজেলা বি এন পির নেতা কর্মীরা আমি আবু তাহের কে উপজেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক পদ দেওয়ায় আমি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আগামী নির্বাচনে বি,এন পি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে যিনি আসেন তার জন্য জীবন বাজী রেখে বিজয় নিশ্চিত করার অঙ্গিকার ব্যক্ত করেন এই ত্যাগী নেতা।
0 Comments