Header Ads Widget

 


ফুলবাড়িয়ায় রাস্তা আটকিয়ে দোকান বসিয়েছে ইজারাদার


 ফুলবাড়িয়া প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম বাজারের দীর্ঘদিনের পুরনো চলাচলের রাস্তা আটকিয়ে দোকান বসানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।


অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার আছিম পাটুলি ইউনিয়নের আছিম বাজারের মধ্যস্থলে বাজার কমিটির কার্যালয়ের দক্ষিণে শতবর্ষী পূর্ব ও পশ্চিম রাস্তাটুকু 

বন্ধ করে বাজারের ইজারাদার দোকান বসিয়েছেন। এতে করে ক্রেতা, বিক্রেতা, ও জনসাধারণের চলাচলে বিঘ্ন হচ্ছে।


সরেজমিনে গিয়ে দেখাগেছে, রাস্তাটি আটকে দিয়ে রাস্তার মাথায় সিমেন্টের খুঁটি ও টিন দিয়ে একটি ঘর উঠানো হয়েছে। এতে করে রাস্তাটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সহজ যাতায়াতে প্রতিবন্ধকতা তৈরি করায় বাজার ব্যবসায়ি ও স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তবে পাশে আরেকটি রাস্তা চালু থাকলেও 

তাতে বাথরুমের পানি চুইয়ে ময়লাযুক্ত হওয়ায় চলাচল

দুস্কর হয়ে পড়েছে। 


অভিযোগ উঠেছে আছিম বাজারের ইজারাদার সেলিম

মিয়া তার বড় ভাই রিপনের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে রাস্তা বন্ধ করে একজনকে দোকান উঠাতে দিয়েছেন। এ ঘটনায় স্থানীয় বাজার ব্যবসায়িরা বাঁধা দিলে ইজারাদার তাদের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন বলে ব্যবসায়িরা জানান।


এ বিষয়ে ইজারাদার সেলিম মিয়ার মুঠোফোনে কল দিলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু জানিনা খোঁজ নিয়ে পরে জানাতে হবে । 


অভিযোগের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো. আরিফুল ইসলাম বলেন, এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান কে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


Post a Comment

0 Comments