ফুলবাড়িয়া,প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন আবু তাহের (৪০) নামের এক মাদক কারবারী। তিনি উপজেলার আন্ধারিয়াপাড়া গ্রামের হুকুম চাদা এলাকার হাতেম আলীর পুত্র।
স্থানীয়রা জানান, আবু তাহের মাদকের সাথে এমনভাবে
জড়িয়েছিল মাদকই যেনো ছিল তার নেশা, পেশা ও ভরসা। মাদকের কারণে তার ফেরারি জীবন যাপন ছিল নিত্য দিনের সঙ্গী। মাদক কারবারী হিসেবে গ্রামের লোকজন তাকেসহ পরিবারের লোকজনদেরকেও ঘৃণার চোখে দেখতেন। প্রতিনিয়ত সমাজের বঞ্চনাও তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে পারেনি।
অবশেষে গতকাল শুক্রবার (২১ নভেম্বর) রাতে ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান ও স্থানীয় গণ্যমান্য লোকজনের সহায়তায় স্বাভাবিক জীবনে ফিরে আসেন তিনি ।
স্বাভাবিক জীবনে ফিরে আসা নিয়ে আবু তাহের জানান,
মাদকের কারণে মানুষ আমাকে খারাপ দৃষ্টিতে দেখতো। আমিসহ পরিবারের লোকজনদেরকেও কটু কথা শুনতে হতো। পরে পুলিশ ও এলাকার লোকজনের কথায় মাদক ছাড়ার সিদ্ধান্ত নেই।
এ প্রসঙ্গে ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, আবু তাহের এলাকায় চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় যুব সমাজকে অনুপ্রাণিত করে মাদক ছাড়ার অনুরোধ জানানো হয়। পুলিশ ও স্থানীয়দের কথায় আবু তাহের মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তার কথা বিশেষ বিবেচনা করা হয়। মাদক ছেড়ে দেওয়ার ঘোষণার পর পুলিশ ও স্থানীয়রা তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। মাদকের সাথে জড়িত সবাইকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানান ওসি।
এছাড়াও কেউ যদি স্বেচ্ছায় মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায় সেক্ষেত্রে তাদরকেও স্বাগতম জানানোর পাশাপাশি এলাকার লোকজনের সহায়তায় পাশে দাঁড়ানোর ব্যবস্থা করা হবে।

0 Comments