Header Ads Widget

 


ফুলবাড়িয়া শাখায় বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের নতুন কমিটি গঠনের অনুমোদন

 


ফুলবাড়িয়া, প্রতিনিধি: ময়মনসিংহ ফুলবাড়িয়ায় বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট ফুলবাড়িয়া শাখার নতুন কমিটি গঠনের অনুমোদন।

‎  গত ৩১ আগস্ট বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত ফুলবাড়িয়া শাখায় ৬৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এতে  সভাপতি মো. তারা মিয়া ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা সরকার  এবং অন্যান্য বিভিন্ন পদে স্থানীয় সামাজিক ও মানবাধিকার কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, মানবাধিকার রক্ষা, সামাজিক কল্যাণমূলক কাজ ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তারা একযোগে কাজ করবেন। নতুন এই কমিটি অনুমোদনের খবরে ফুলবাড়িয়া উপজেলা জুড়ে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য বিরাজ করছে।

Post a Comment

0 Comments