ফুলপুর প্রতিনিধিঃফুলপুর পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় আমুয়াকান্দা বাজারে ওই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, যুগ্ম আহ্বায়ক একেএম সিরাজুল ইসলাম, ওয়াজেদুল ইসলাম, এনামুল হক বাবুল, ফজলুল হক খান, পৌর বিএনপির সদস্য সচিব মাহাবুবুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম তোজাম্মেল হক রুবেল এবং যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুল হক টুটুল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলদুয়ার হোসেন শেখ, ওলামা দলের আহ্বায়ক পদপ্রার্থী মাওলানা হাজী আব্দুল্লাহ, মহিলা দল নেত্রী মনোয়ারা বেগমসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইকবাল হুসাইন।

0 Comments