তাড়াইল
প্রতিনিধিঃ কিশোরগন্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের ইছাপশর গ্রামে অদ্য ২৩সেপ্টেম্বর মসজিদের নামাজের সময় সুচি নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে সাবেক মেম্বার নূর মিয়া ও বর্তমান মেম্বার দানু মিয়ার মাঝে সংগর্শে তিন জন গুরুতর আহত হয় বলে জানা গেছে, স্হানীয় তাড়াইল থানা পুলিশ গঠনার স্হলে গিয়ে পরিস্থিতি নিয়ন্রনে আনে গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও কিশোরগন্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় দানু মেম্বার ও নূরু মেম্বার এর বাড়ি পাশাপাশি হওয়ায় তাদের বসত গড়ের বিরাট ক্ষতি হয় বলে জানা যায় শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় দুই পক্ষের অভিযোগ দায়ের চেষ্টা চলছে

0 Comments