Header Ads Widget

 


মুক্তাগাছায় বিএনপির সাবেক নেতৃবৃন্দের পূজা মন্ডপ পরিদর্শন এবং আর্থিক সহায়তা প্রদান

 


মুক্তাগাছা প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় বিএনপির সাবেক নেতৃবৃন্দ পূজা মন্ডপ পরিদর্শন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।


মঙ্গলবার বিকেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে দাওগাঁও ইউনিয়নের  সার্বজনীন দুর্গা পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন।

পরিদর্শনকালীন সময়ে  সার্বজনীন দুর্গা পূজা মন্ডপের আয়োজক কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করেন এবং পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজ-খবর নেন। 

পরবর্তীতে পুজা মন্ডপ কমিটির সভাপতির নিকট আর্থিক অনুদান প্রদান করেন।

 পরিদর্শনকালে দাওগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ লতিফ মাস্টারের সাথে অন্যান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি ইউপি সদস্য হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল,  সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল মালেক,সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী আকন্দ, সাবেক ছাত্রদল সভাপতি মোকলেছুর রহমান, সাবেক ইউপি সদস্য ও যুবদলের সভাপতি প্রার্থী নাসির উদ্দিন মন্ডল, যুবদল সভাপতি প্রার্থী ডিএমএ আনোয়ার হোসেন, ছাত্রদল সভাপতি আহমেদ আলামিন,সিনিয়র সহসভাপতি যুবায়ের রহমান নাসিম, ছাত্রদল সাধারণ সম্পাদক আল আমীন হুসাইন, সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি হায়দার আলী, হারুনুর রশীদ প্রমূখ। 

আর্থিক অনুদান পেয়ে পূজা মন্ডপ কমিটি আন্তরিক কৃতজ্ঞতা এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।


Post a Comment

0 Comments