Header Ads Widget

 


তাড়াইলে পরিবেশ দুষনে একটা পাবলিক টয়লেটই যথেষ্ট

 


তাড়াইল প্রতিনিধিঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়ন পরিষদের পিছনে ও ধলা ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্স্বে একটি পাবলিক টয়লেট পরিবেশ দুষনে দৃষ্টান্ত স্হাপন করছে। জানা গেছে ঐতিহ্যের প্রতিক ধলা গিরিস চন্দ্র পালের পরিত্যক্ত বাড়ির উত্তর পার্শ্বে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও  এরই পার্শ্বে ইউনিয়ন পরিষদ ভবন যেখানে প্রতিদিন শত শত মানুষ ইউনিয়ন পরিষদের সেবা নিতে আসে তার পিছনেই অবস্হিত খোলা পাবলিক টয়লেটি যার বিশ্রী গন্ধে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে কোমল মতি শিক্ষার্থীরা রোগে আক্রান্ত হচ্ছে এমন কি পরিষদের সেবা নিতে আশা সাধারণ মানুষ বিশ্রী গন্ধে অতিষ্ট পাল বাড়িতে পর্যটক গন এসেও এই পরিবেশের তীব্র নিন্দা করে, স্হানীয় আলী হোসেন এর সাথে কথা হলে তিনি জানান এই জায়গায় বসে কাজ করার কোন পরিবেশ নাই দুর্গন্ধে বমি আসে বিষয়টি উপজেলা প্রসাশনের কাছে দাবি জানাচ্ছি অনতি বিলম্বে এই খোলা পাবলিক টয়লেটি ভেঙে পরিবেশ বান্ধব করে পাবলিক টয়লেট নির্মাণ করার জন্য এলাকা বাসী জোর দাবী পেশ করেন৷ 

Post a Comment

0 Comments