ফুলপুর প্রতিনিধি:ময়মনসিংহের ফুলপুরে সিংহেশ্বর মালিঝি নদী পাড় ভেঙ্গে তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বিলীন হওয়ার পথে। প্রতিনিয়ত নদীর ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে চরম ঝুঁকিতে পড়েছে বিদ্যালয়ের অবকাঠামো।
শিক্ষার্থীরা প্রতিদিনই শঙ্কার মধ্যে ক্লাস করছে। যেকোনো মুহূর্তে বিদ্যালয়টি নদীতে বিলীন হয়ে যেতে পারে।শিক্ষার্থীরা জানান, নদী অনেক দূরে ছিল। কিন্তু এখন ভাঙনের কারণে নদী স্কুলের কাছে চলে এসেছে।আমরা খেলাধুলা করতে পারি না। সব সময় ভয়ে থাকি। অভিভাবক নুরুল আলম জানান, ৫ গ্রামের মধ্যে এই বিদ্যালয় অবস্থিত।আমাদের বাচ্চারা খুব ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসে, যে কোন সময় হতে পারে দুর্ঘটনা। তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ আঞ্জুমান আরা বেগম বলেন,বিদ্যালয়ের খুব কাছাকাছি নদী হওয়াতে বিশেষ করে বর্ষাকালে আমরা সব সময় ঝুঁকিরমধ্যে থাকি বিদ্যালয়টি যদি নদীতে চলে যায়, তাহলে আমাদের শিক্ষার্থীদের আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থাকবে না।’এলাকাবাসী এ স্কুলকর্তৃপক্ষ উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ডের কাছে আকুল আবেদন জানিয়েছেন এখানে যেন টেকসই বেড়িবাঁধ নির্মাণ করেন।তা হলে হয়তো বিদ্যালয়টি রক্ষা পাবে এবং শিক্ষার্থীরা নিরাপদে পড়ালেখা চালিয়ে যেতে পারবে।’
0 Comments