ফুলবাড়িয়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা নামাপাড়া এলাকার বাসিন্দা ও উপজেলা বিএনপির সদস্য ডাঃ আইন উদ্দিনের বিরুদ্ধে পার্শ্ববর্তী মুক্তাগাছা উপজেলার খাজুলিয়া এলাকার বাসিন্দা ওয়াজ আলী কর্তৃক ফুলবাড়ীয়া উপজেলা ও দক্ষিণ জেলার সদস্য সচিব এবং ফুলবাড়িয়া ও ময়মনসিংহ প্রেসক্লাব বরাবরে “দলীয় প্রভাব দেখিয়ে সন্ত্রাসীভাবে জমি বিক্রির সাড়ে ৪ লাখ টাকা জোর করে ছিনিয়ে নেওয়ার” লিখিত অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবী করে সাংবাদিক সম্মেলন করেছেন ডাঃ আইন উদ্দিন।
গতকাল বিকেলে শিবগঞ্জ বাজারের শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, অভিযোগকারী ব্যক্তির সাথে তার কোন লেনদেনের সম্পর্ক নেই। মূলত, দাওগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ইয়াহিয়া ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের নিকট দেড় লক্ষ টাকা জমা রেখেছিলেন ওয়াজ আলী। পরে বিএনপি নেতা ভাসানী মেম্বারের মাধ্যমে এক লক্ষ টাকা তার কাছে জমা করে। বাকী ৫০ হাজার টাকা মিজানুর রহমান পরবর্তীতে দিবে।
ডাঃ আইন উদ্দিন বলেন, জমাকৃত এক লক্ষ টাকা ময়না বাজারের ফার্মেসিতে রফিকুল ইসলাম মাস্টার, তারিকুল ইসলাম, আবুল কালাম ও সাইফুল ইসলামের উপস্থিতিতে ওয়াজ আলীকে প্রদান করি। এ বিষয়ে বর্ণিত সাক্ষীগণ ডাঃ আইন উদ্দিনের বক্তব্যকে সমর্থন করেন এবং তারা এটিকে ষড়যন্ত্র বলে অভিহিত করেন। তাদের দাবী, রাজনৈতিকভাবে ডাঃ আইন উদ্দিনকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহলের ষড়যন্ত্রের অংশ হিসেবে তার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযোগকারী ওয়াজ আলী বলেন, জমি বিক্রির সমাধান করার লক্ষ্যে পাটুলী বাজারে দরবার থেকে আইন উদ্দিন ও রফিকুল ইসলাম মাস্টাররা সাড়ে ৪ লাখ টাকা নিয়ে আসে এবং ময়নার বাজারে আসতে বলে। পরবর্তীতে সেখানে গেলে তার সাথে খারাপ আচরণ করে এবং কোন টাকা দেয়নি বলেও জানান ওয়াজ আলী।
0 Comments