ফুলবাড়িয়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অনলাইন ও অফলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে অবৈধ হারবাল ঔষধ প্রস্তুত এবং বিক্রির দায়ে এক যুবককে আটক করছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোশারফ হোসেন ও এএসআই খলিল সঙ্গীয় অফিসার উপজেলার চৌদার উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে নকল ঔষধ তৈরীর সাথে জড়িত মোঃ উসমান গনি(৩৬) কে তার বসতবাড়ি থেকে নকল ঔষধসহ হাতেনাতে আটক করেন।
এ সময় যৌন উত্তেজক ওষুধ তৈরির নকল মোড়ক, ক্যাপসুল তৈরির খালি কৌটা, জিনসেং এর স্টিকারউদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৭৫ হাজার টাকা।
স্থানীয়রা জানান, চৌদার এলাকায় সরকারি অনুমোদনহীন ঔষধ তৈরি ও বিক্রির একটি বিশাল সিন্ডিকেট রয়েছে। তাদের তৈরি নকল ঔষধ সেবন করে মানুষ প্রতারিত হওয়ার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। আরও অভিযান পরিচালনার দাবি জানান তারা।
ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, নকল ঔষধ তৈরীর সাথে জড়িত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের কর হয়েছে। আসামীকে আজ আদালতে পাঠানো হয়েছে। সেইসাথে আগামী দিনেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
0 Comments