ফুলপুর প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে শ্যামলী বাংলা পরিবহন ও মাহিন্দ্র যানবাহনের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইন্দিরারপাড় কুরিয়ার ব্রিজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা একটি শ্যামলী বাংলা পরিবহনের বাস ফুলপুর থেকে হালুয়াঘাটগামী একটি মাহিন্দ্রকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। দুর্ঘটনায় আরও ১০এর অধিক আহত হন। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
হাসপাতেলে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে মাহিন্দ্র চালক পারভেজ (৪৫) অন্যান্যরা হলেন:
ফরিদ মিয়া (৩৮), পিতা জসিম উদ্দিন, গ্রাম কাজিয়াকান্দা, ফুলপুর
জহর আলী (৭০), পিতা ময়েজ উদ্দিন, গ্রাম নিশুনিয়াকান্দা, ফুলপুর
শামসুদ্দিন (৬৫), পিতা মৃত হাজী জবান আলী, গ্রাম কয়ারহাটি, হালুয়াঘাট
হাসিনা খাতুন (৫০) স্বামী আব্দুল কুদ্দুস, গ্রাম বাট্টা
আজিম উদ্দিন (৩৫), রংপুর
এছাড়া নিহতদের মধ্যে দুইজনের পরিচয় এখনও অজ্ঞাত রয়েছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা শ্যামলী বাংলা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফুলপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ মর্মান্তিক ঘটনায় ফুলপুরজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
0 Comments