Header Ads Widget

 


ফুলপুরে সৌন্দর্যমণ্ডিত ভূমি উদ্যানের উদ্বোধন

 


ফুলপুর প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে (ভূমি)অফিস সংলগ্ন  পরিত্যক্ত ও আগাছায় ভরা একটি স্থান রূপ পেয়েছে একটি সুন্দর ও মনোরম উদ্যানে। ফুলপুর পৌর সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুকের পরিকল্পনা ও বাস্তবায়নে এই স্থানটিকে পুনর্গঠন করে গড়ে তোলা হয়েছে এক আকর্ষণীয় পরিবেশ।


উক্ত উদ্যানে রয়েছে নান্দনিক বাগান, ছোট একটি পুকুর, চলাচলের জন্য রাস্তা, বসার জায়গা এবং আরো কিছু সৌন্দর্যবর্ধক উপাদান, যা এলাকাবাসীর জন্য একটি নির্মল পরিবেশ নিশ্চিত করবে।


রবিবার, ৪ মে ২০২৫ বিকাল ৫টায় এই উদ্যানের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুরের সাবেক এসি.(ভূমি) ও বর্তমান নালিতাবাড়ী উপজেলার ইউএনও ফারজানা আক্তার ববি।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাদী, সমাজ সেবা অফিসার শিহাব উদ্দিন খান, কৃষি অফিসার ফারুক আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সুত্রধর,কৃষি সম্পসারণ কর্মকর্তা কামরুল ইসলাম কামু। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সাংবাদিক বৃন্দ প্রমুখ উদ্যানটি এলাকাবাসীর জন্য একটি বিনোদন ও প্রশান্তির স্থান হিসেবে ব্যবহৃত হবে বলে আশা করা হচ্ছে।

Post a Comment

0 Comments