Header Ads Widget

 


ফুলবাড়িয়া এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

 


ফুলবাড়িয়া প্রতিনিধি :ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।


গতকাল শনিবার (১৭ই মে) বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে পরিচিতি সভায় প্রধান অতিথি এডহক কমিটির সভাপতি ও বিএনপি নেতা জাহিদুল ইসলাম চৌধুরী হীরাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীরা।


প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম চৌধুরী হীরা বলেন, বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোর উন্নতি ও শিক্ষার মানোন্নয়নে কাজ করাই হবে এই কমিটির প্রধান উদ্দেশ্য। এসময় তিনি নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠানটির কিছু গুরুত্বপূর্ণ কাজের আশ্বাস প্রদান করে সামগ্রিক উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতার মাধ্যমে উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাঙামাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা, এডহক কমিটির সদস্য প্রভাষক নাজিরুল ইসলাম জুয়েল, অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসাইন, ইউনিয়ন পরিষদের সাবেক সচিব নূরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম সরকার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান সুমন, বিএনপি নেতা আব্দুল জলিল, মফিজ উদ্দিন আকন্দ, মির্জা আবু সাইদ, ইউপি সদস্য আব্দুল বারেক, বিএনপি নেতা মাসুদ রানা, শহিদুল ইসলাম বাবুল, শ্রমিক দল নেতা হেলাল উদ্দিন মাতবর ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মামুন সিকদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি নেতা খোরশেদ আলম ও অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন, প্রতিষ্ঠান শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments