তাড়াইল প্রতিনিধিঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের ঐতিহ্য বাহী বরুহা গ্রামের একমাত্র খেলার মাঠটির বেহালদশা। যে গ্রামে রয়েছে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আনুমানিক তিন থেকে চারটি কওমি মাদ্রাসা।
সেখানে স্কুল ও মাদ্রাসা মিলে শত শত ছাএ পড়া লেখার পাশাপাশি খেলাধুলা করার একমাত্র মাঠ, যা দীর্ঘ দুই যুগের বেশি সময়ের ভীতর সংস্কারের অভাবে কানা খন্দকে খেলাধুলার কোন পরিবেশ বিদ্ধমান নাই। জানা গেছে মাঠে খেলতে নেমে প্রতি নিয়ত গর্তে পা পড়ে হাতে পায়ে ব্যাথা নিয়ে বাড়ী ফিরতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা, এলাকাবাসীর পক্ষে মুজিবুল হক (চুন্নু) ও রিপন মিয়ার সাথে কথা হলে তারা বলেন দীর্ঘ দিন যাবৎ এই গ্রামে দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা সত্যেও এই একটি মাএ খেলার মাঠের কোন উন্নতি হয়নি, তাই তাদের প্রানের দাবী একমাত্র মাঠটি মাটি ভরাট করে খেলাধুলার পরিবেশ করার দাবী জানান এটা বরুহা গ্রামের সচেতন সমাজের প্রানের দাবী বলে আক্কাদেন রিপন ও চুন্নু।
0 Comments