ফুলপুর প্রতিনিধি:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ সাইফুল ইসলামের কবরস্থানের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা।
বুধবার (২৩ এপ্রিল) বেলা ১২টায় ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৭নং রহিমগঞ্জ ইউনিয়নের চক ঢাকিরকান্দা গ্রামের নিজ বাড়িতে কবরস্থানের নির্মাণ কাজের শুভ উদ্বোধন এবং রহিমগঞ্জ ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর পৌর সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার এবং রহিমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. একে একরামুল হোসেন চৌধুরী পান্না। এছাড়াও শহীদ সাইফুল ইসলামের বাবা, ভাই এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার জানান, জেলা প্রশাসকের নির্দেশে সরকারি অর্থায়নে ১৫ দিনের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
0 Comments