Header Ads Widget

 


মুক্তাগাছা উপজেলা হাসপাতাল আকস্মিক পরিদর্শনে এমপি নজরুল ইসলাম


বাবলু আকন্দঃ আগে থেকে কাউকে কিছু না জানিয়ে আকস্মিকভাবে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের যান জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ মো. নজরুল ইসলাম।

মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে তিনি উপজেলা পরিষদ থেকে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসানকে সঙ্গে নিয়ে আকস্মিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান সংসদ সদস্য। এ সময় তিনি হাসপাতালের জরুরি বিভাগ, মেডিসিন বিভাগ, চিকিৎসকদের কক্ষ, স্টোর রুম ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন। এসময় তিনি চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালে ঠিকমতো চিকিৎসা ও মেডিসিন পান কি না তা জানতে চান। হাসপাতালের সার্বিক পরিবেশ, চিকিৎসক-নার্স উপস্থিতি ও খাবারের মান কেমন তা খোঁজ খবর নেন।


পরিদর্শন শেষে এমপি বলেন, সরকার শিক্ষা ও স্বাস্থ্যখাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। একজন সংসদ সদস্য হিসেবে এলাকার স্বাস্থ্যসেবার খোঁজখবর নেয়া তার কর্তব্য। যাতে প্রান্তিক পর্যায়ের মানুষ ঠিকমতো সেবা পায়। তিনি আরো বলেন, মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রান্তিক পর্যায়ে দেশের সেরা সরকারী হাসপাতালগুলোর মধ্যে একটি। কাজেই এখন থেকে আরো গুরুত্বসহকারে কাজ করার মধ্যদিয়ে প্রান্তিক পর্যায়ের মানুষের স্বাস্থ্য সেবা পাবার অধিকার নিশ্চিত করতে হবে। তিনি এসময় সেবার মান আরো বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করেন।

এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাহেদুল ইসলাম, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা রাহুল চক্রবর্তী উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার সেলিনা পারভীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফারুখ আহমেদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইকবাল শাহজাহান সাজু প্রমুখ তার সঙ্গে ছিলেন।

Post a Comment

0 Comments