মোঃকামরুল হুদা আকন্দ(বাবলু)
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় হাজী কল্যান সংস্থার ২য় বারের মত এি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় উপজেলা মুক্তিযাদ্ধা কমপ্লেক্স ভবনে।
"হাজী সাহেবরা আল্লাহর মেহমান, আল্লাহর মেহমানদের হজ্জের আগে ও পরে সার্বিক সেবা ও সহযোগিতা করাই আমাদেরএকমাত্র লক্ষ ও উদ্দেশ্য "
এই প্রতিপাদ্য কে সামনে রেখে বীর মুক্তিযাদ্ধা আলহাজ্ব মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে এবং আলহাজ্ব কাজীশফিকউল্লার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ ইসলামী ফাউন্ডেশন এর পরিচালক আলহাজ্বমোঃআজমল হক ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ আজমল হক বলেন এই সস্থার কাজ হলো হাজীদের নিয়ে কাজ করা,হাজীদের সেবাকরা ,যারা নতুন হজ্ব করতে যাবেন তাদের কে হজ্বের নিয়ম সম্পর্কে অবগত করা।
অনুষ্ঠান শেষে ৩০০ সদস্যের এই সংস্থার ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়,সভাপতির দায়িত্ব পান বীর মুক্তিযাদ্ধাআলহাজ্ব মোঃআবুল কাশেম,সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ আরব আলী এবং সাংগঠনিক সম্পাদক এর দায়িত্বআলহাজ্ব কাজী শফিকুল্লাহ আকন্দ কে দিয়ে কমিটি ঘোষনা করা হয়।
0 Comments