Header Ads Widget

 


তাড়াইলের নগরকুলে শুরু হচ্ছে তিনদিন ব্যাপি হরিনাম সংকীর্তন।

 


তাড়াইল প্রতিনিধিঃ কিশোরগঞ্জের  তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের নগরকুল গ্রামে শ্রী মৎ শুভা নন্দ ব্রহ্মচারীজির ২৫ তম জন্ম জয়ন্তী উপলক্ষে ও বিশ্বের সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন অনুষ্ঠাঠিত হয়েছে।৩রা অগ্রহায়ন ১৪৩২ বাংলা ২০ নভেম্বর ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার  বিকাল ৪ গঠিকায় নগর কুল শুভানন্দ ব্রহ্মচারীজির জন্মভূমিতে শুরু হয়। 

এতে পাঠক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী কৃষ্ণা নন্দ ব্রহ্মচারী বৈরাটি গৌরি আশ্রম, কেন্দুয়া, পরিবেশনায় শ্রী রামচরন বর্মন, করিমগঞ্জ, পৌরোহিত্য করেন শ্রীমৎ প্রবোদানন্দ ব্রহ্মচারী পরিচালক বৈরাটি গৌরি আশ্রম, কেন্দুয়া, মধুর হরিনাম সংকীর্তন পরিবেশন করবে যে পাঁচটি দল শ্রী গৌড় সুন্দর সম্প্রদায়, খুলনা, শ্রী গুস্ট গোপাল সম্প্রদায়, ফরিদপুর, শ্রী নন্দ দুলাল সম্প্রদায়, অষ্টগ্রাম, শ্রীশ্রী গোপিনাথ জিউর সম্প্রদায়, কিশোরগঞ্জ, শ্রী হরি সংঘ সম্প্রদায়, নগরকুল, এ ছাড়া লীলা কির্তন পরিবেশন করবে ভক্তপ্রবর, শ্রী অংকন মোহন্ত মহারাজ, রাজশাহী, ভক্তপ্রবর, শ্রীমতি লাবনী সরকার, বগুড়া, ভক্ত প্রবর, শ্রীমতি শতরুপা হালদার, রাজশাহী, উক্ত অনুষ্ঠানে ভক্ত গনের মাঝে পরিচালনা কমিটির সভাপতি হিসাবে পাশে থেকে সার্বক্ষণিক দায়িত্ব পালনে ব্যস্ত সময় পারকরেন শ্রী নরেশ চন্দ্র পাল সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন শ্রী নির্মল চন্দ্র সরকার,সাধারণ সম্পাদক হিসেবে দেখতে পাই ডাঃ কির্তিবাস সরকার কিমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে কথা হলে তারা জানান শুভা নন্দ ব্রহ্মজির প্রায় ষাট থেকে সত।র হাজার ভক্ত ও মুরিদান ছিলেন তাদের আর্থিক সাহায্য সহযোগিতায় ও কুপনের মাধ্যমে চাদা তুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, নিরাপত্তার বিষয়ে জিজ্ঞেস করা হলে তারা বলেন আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, ও তাড়াইল থানা অফিসার ইনচার্জ কে অবহিত করেছি ও দাওয়াত দিয়েছি সরকারি কোন অনুদান পেয়েছে কিনা জিজ্ঞেস করা হলে সাধারণ সম্পাদক কির্তিবাস সরকার বলেন আমরা কোন সরকারি অনুদান কোন সময় পাইনি সরকারি অনুদান পাইলে আমাদের অনুষ্ঠান আর ও জাঁকজমক পূর্ণ  করতে পারতাম আমাদের নগরকুল গ্রামের সনাতন ধর্মালম্বী সংখ্যা কম তা ছাড়া যে কয় ঘড় আছে আর্থিক ভাবে খুবই দুর্বল তাই সকল সনাতন ধর্মালম্বী দের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জোর দাবী জানান তিনি আরও জানান বিগত দুর্গা পূজোয় মনিটর বিহীন, একটি সিসি ক্যামেরা দিয়ে ছিল। যার বাকী মনিটর কিনার সামর্থ পর্যন্ত হয়নি। 

তাই প্রসাশনের একটু সু দৃস্টি কামনা করছেন সাধারন সম্পাদক।  

Post a Comment

0 Comments