Header Ads Widget

 


মুক্তাগাছায় পরিত্যক্ত ইট ভাটায় ২লক্ষ ২০ হাজার টাকা জরিমানার অভিযোগ

 ষ্টাফ রিপোর্টার- ময়মনসিংহের মুক্তাগাছা ৮ নং দাওগাঁও ইউনিয়নে পরিত্যক্ত (বলাকা) ইটভাটায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং চালু হওয়া ইটভাটায় ৭০ হাজার টাকা জরিমানার অভিযোগে

বিষয়টি নিয়ে এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


জানা যায়,মুক্তাগাছার দাওগাও ইউনিয়নে বিগত ১৫/২০ বছরের পুরনো ইটভাটা( বলাকা) গত ৫ আগষ্টের পর অজ্ঞাত কারণে মালিকপক্ষ বন্ধ করে দেয়। এরপর থেকে নতুন করে কোন কার্যক্রম না থাকায় ইটভাটাটি পরিত্যক্ত অবস্থায় পরে থাকে।


 অনেকদিনের পরিত্যক্ত এই ইটভাটায় কিছু পরনো ইট ছাড়া সেখানে নতুন করে ভাটা চালু করার কোন সরঞ্জামাদিই ছিলনা বলে সূত্র জানায় । অথচ গতকাল ১৭ তারিখ সোমবার সেখানে মুক্তাগাছা  উপজেলা প্রশাসন থেকে সহকারী কমিশনার ভূমির নেতৃত্বে একটি টিম  গিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে বলে জানিয়েছেন উক্ত বলাকা ইট ভাটার ম্যানেজার সিরাজুল ইসলাম।


তিনি আরও জানান,দাওগাও ইউনিয়নে বলাকা-২ যেটি এখানকার স্থানীয় প্রভাবশালী দুষ্ট চক্র দখল করে নিয়ে মদিনা নামে অবৈধ ভাবে চালু করছে, সেটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অথচ বন্ধ ইটভাটা বলাকাকে কোন কারণ ছাড়াই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং চালু হওয়া ইটভাটা মদিনাকে ৭০ হাজার টাকা জরিমানা  কোন  যুক্তি হতে পারেনা। এটি দ্বিমুখী আচরণ।

এ বিষয়ে মুক্তাগাছা সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ  এর কাছে জানতে চাওয়া হলে  তিনি দাওগাও ইউনিয়নের বলাকা ইট ভাটাকে দেড় লক্ষ টাকা জরিমানার বিষয়টি স্বীকার করে বলেন, আমরা অভিযোগ পেয়েছি সেখানে মালিক পক্ষ নতুন করে ইটভাটা চালুর প্রক্রিয়া করছে। তাই এ জরিমানা করা হয়েছে। পাশাপাশি ইটভাটা বলাকা- ২ সম্ভবত তাদেরই, সেখানেও ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানান এই কর্মকর্তা। 

Post a Comment

0 Comments