শনিবার উপজেলার দাওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণের মাধ্যমে দারুল ইহসান ফাউন্ডেশন আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে বিভিন্ন বয়সের অসুস্থ মানুষ সারিবদ্ধভাবে চিকিৎসকদের কাছে চিকিৎসাসেবা নিচ্ছেন এবং হাতে পাচ্ছেন প্রয়োজনীয় ঔষধ সম্পূর্ণ বিনামূল্যে। চিকিৎসা নিতে আসা ৬২ বছর বয়সী আঃ কাদের আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “পাঁচদিন ধরে জ্বর আর ব্যথায় কষ্ট পাচ্ছিলাম। টাকা না থাকায় ডাক্তার দেখাতে পারিনি। আজ বিনামূল্যে চিকিৎসা আর ঔষধ পেলাম।
নিম্ন আয়ের কৃষক ফয়েজ উদ্দিন জানান, “জমি থেকে কাজ ফেলে এসেছি। হাসপাতালে গেলে সারাদিন লেগে যেত, খরচও লাগত। এখানে এক টাকাও লাগেনি। এমন ব্যবস্থা আমাদের মতো গরিবের জন্য এটা বিশাল পাওয়া।
সংগঠনের সভাপতি কামাল আহমেদ বলেন অসহায় মানুষের দোর গোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এ আয়োজন। আজ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রোগীদের চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হচ্ছে, “ধাপে ধাপে এ কার্যক্রম সম্প্রসারিত করা হবে । আমাদের সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং বিভিন্ন দানশীলদের অনুদান দারা পরিচালিত হয়।
দারুল ইহসান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল আহমেদ বলেন, স্থানীয় চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে আয়োজিত এ ক্যাম্পে দুই শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। সাধারণ সর্দি-জ্বর, গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, চর্মরোগসহ নানা রোগে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। প্রতি মাসে কমপক্ষে দুইবার আমরা ক্যাম্পেইন করবো।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য লাল মিয়া তালুকদার, আবু রায়হান, আমিনুল ইসলাম, নওশাদ আলী, মোফাজ্জল হোসেন, জসিম উদ্দিন, হাসান আলী প্রমূখ।

0 Comments