ফুলবাড়িয়া,প্রতিনিধি :ময়মনসিংহের ফুলবাড়িয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে মাদক, জুয়া, জিআর, সিআর সহ গ্রেফতার নয়। এদের মধ্যে মাদকসহ গ্রেফতার হয় রঘুনাথপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোঃ নাজমুল হোসেন (৪৫), যার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা পাওয়া যায় এবং দুই জিআর ওয়ারেন্ট ভুক্ত আসামী। একই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত অন্যান্য গ্রেফতারকৃত আসামি, বাইদুল ইসলাম ওরফে বাদল (৩৮), মোঃ সমীর উদ্দিন (৩৯), মোঃ রিয়াজ উদ্দিন (৩৫), মোঃ আঃ বারেক (৫৫), মোঃ নাহিদ হাসান (২২), মোঃ শামীম হোসেন ওরফে খোকা (৩৫), মোঃ আলমগীর হোসেন (২৫) এবং মোঃ জহিরুল ইসলাম রিপন (৪২)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক, জুয়া, পুলিশ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন এসআই শামীম কবির, এসআই খলিলুর রহমান, এসআই লিটন মিয়া, এএসআই রফিকুল আলম ও এসআই মোঃ আঃ আলীম।
ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মো: রুকনুজ্জামান বলেন, অপরাধ দমন ও সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0 Comments