বাবলু আকন্দঃ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৬নং মানকোন ইউনিয়নের পূরাতন লেংড়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুর থেকে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা আহমেদ লুনার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় বাজারে অবৈধভাবে নির্মিত ১৮টি দোকান উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনার ক্ষেত্রে পূর্বে থেকেই বাজার কমিটি ও অবৈধ স্থাপনার মালিকদের প্রশাসনের পক্ষ থেকে নোটিশ জারি করে অবহিত করা হয়। অভিযান পরিচালনার আগেই অনেকেই তাদের স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেয়। যারা স্বউদ্যোগে নিজেদের অবৈধ স্থাপনা সরাতে ব্যর্থ হয় তাদেরকে উচ্ছেদ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা বলেন, উপজেলার বিভিন্ন বাজারসহ অন্যান্য স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্যদিয়ে সরকারী জায়গা উদ্ধার করা হচ্ছে। এটি সরকারের চলামান প্রক্রিয়ার অংশ। আজকে লেংড়া বাজারের মানকোন অংশে অভিযান চালিয়ে ১৮টি দোকান উচ্ছেদ করা হয়েছে। এসব জায়গা যাতে পূনরায় বেদখল না হয় সেই ক্ষেত্রে সতর্ক দৃষ্টি থাকবে।
অভিযান সহযোগিতায় ছিল মুক্তাগাছা থানা পুলিশ।
এদিকে বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় বাজার কমিটি ও স্থানীয় লোকজন সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা এই অভিযান অব্যাহত রাখা এবং উদ্ধার হওয়া জায়গা যাতে পূনদখল না হয় সে দিকে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।
0 Comments