ফুলবাড়ীয়া প্রতিনিধি : জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দু'র্নীতি বন্ধ করে সারা ফুলবাড়ীয়া উপজেলাকে সুষম উন্নয়নের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন। তিনি বলেন, সব সমস্যার প্রধানতম কারণ হচ্ছে দু'র্নীতি। জামায়াতে ইসলামী প্রথমে দু'র্নীতি নির্মুল করবে ইনশাআল্লাহ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালাদহ ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে গণসংযোগ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
কামরুল হাসান মিলন বলেন, দেশের কোন সরকার সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করার ব্যাপারে কাজ করেনি। কিন্তু জামায়াতে ইসলামী একেবারে তৃণমূল পর্যায়ে জনমানুষের কথা চিন্তা করে কাজ করবে ইনশাআল্লাহ। এজন্য আপাতত পরীক্ষামূলকভাবে হলেও একবারের জন্য জামায়াতকে ক্ষমতায় অধিষ্ঠিত করার আশা প্রকাশ করেন তিনি।
এর আগে ইউনিয়নের কালাদহ, চৌরাস্তা, শিবরামপুর, শুশুতি ও পাটিরা সহ বিভিন্ন বাজারে পথচারী ও বাজার ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করে তাদের খুঁজ খবর নেন অধ্যক্ষ কামরুল হাসান মিলন। এছাড়াও এলাকাগুলোর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে কথা বলেন তিনি। এসময় তিনি ন্যায় ও ইনসাফের বার্তা প্রদান করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দোয়া, সমর্থন ও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রউফ রাব্বানী, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এনামুল হক সহ অন্যান্য নেতারা।
0 Comments