ফুলবাড়ীয়া, প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া বাহারুল উলুম ভালুকজান মাদরাসার নবনিযুক্ত প্রধান মুহতামিম ও দেশবরেণ্য আলেম শায়খুল হাদিস আল্লামা মুফতী মাহবুবুল্লাহ কাসেমী যোগদান করেছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে মাদরাসা কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানে নবনিযুক্ত প্রধান মুহতামিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী ও পরিচালনা কমিটির সদস্যরা। এসময় তিনি প্রতিষ্ঠান পরিচালনায় একাধিক দায়িত্বে ৩ জন নায়েবে মুহতামিমের নাম ঘোষণা করেন।
শিক্ষার্থীরা নতুন মুহতামিমের প্রতি সন্তুষ্ট প্রকাশ করে বলছেন, যৌক্তিক দাবীর মাধ্যমেই বিগত মুহতামিমকে অপসারণ করা হয়েছে। নবনিযুক্ত মুহতামিম হুজুরের নেতৃত্বে মাদরাসার শৃংখলা, শিক্ষা এবং পরিবেশের উন্নতি হবে বলেও প্রত্যাশা করেন তারা।
নতুন ৩ জন নায়েবে মুহতামিমদের পক্ষে শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাওলানা মুফতি জিল্লুর রহমান বলেন, পরিচালনা কমিটি, শিক্ষার্থী এবং এলাকাবাসীর সাথে সার্বিক সহযোগিতায় মাদরাসা এগিয়ে নেওয়ার ব্যপারে কাজ করা হবে।
নবনিযুক্ত প্রধান মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মুফতী মাহবুবুল্লাহ কাসেমী মাদরাসার সার্বিক দিক উন্নয়নে শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী, এলাকাবাসী এবং পরিচালনা কমিটি সহ সকলের সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করেন।
প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ফজলুল হক বলেন, আগামী দিনে সকলে একতাবদ্ধ হয়ে মাদরাসার উন্নতিতে কাজ করা হবে।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী অভিভাবক ও প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সদস্যদের পাশাপাশি স্থানীয়রা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে জামিয়া আরাবিয়া বাহারুল উলুম মাদরাসার মুহতামিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, চারিত্রিক খর্বতা ও প্রতিষ্ঠানটিতে তার কর্তৃত্বের স্বেচ্ছাচারী আচরণের অভিযোগে তাকে অপসারণ চেয়ে আন্দোলন করে শিক্ষার্থীরা। যার ফলশ্রুতিতে গত ১০ আগস্ট বিগত মুহতামিমকে স্থায়ী অব্যবহিত প্রদান করে প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটি।

0 Comments