ফুলপুর প্রতিনিধি:ময়মনসিংহের ফুলপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাদি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাহাত চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় মাদক, জুয়া, বাল্যবিবাহ, চুরি, নারী-শিশু নির্যাতন প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জন্ম-মৃত্যু নিবন্ধন ও টিকাদান কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, মাদক ও অপরাধ দমনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সরকারের রূপকল্প বাস্তবায়নে সকলে একসাথে কাজ করতে হবে। তিনি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সন্ত্রাস-নাশকতা বিরোধী কমিটিকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

0 Comments