ফুলবাড়িয়া,প্রতিনিধিঃময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৭ নং বাকতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাকতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক মাখনকে অনাস্থা দিয়েছে ঐ ইউনিয়ন পরিষদের ১১ মেম্বার। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা সদরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এক সাংবাদিক সম্মেলন করেন ১১ জন মেম্বার। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৭ নং ওয়ার্ড মেম্বার সেলিম রেজা। লিখিত বক্তব্যে জানানো হয়, ৫ আগষ্টের পর থেকে ইউনিয়ন পরিষদে কোন মিটিং হয় না, হয় না কোন রেজুলেশন। তারপরও বাস্তবায়ন হচ্ছে এডিপি, টিআর, কাবিখা, কাবিটা প্রকল্প। লাখ লাখ টাকার প্রকল্পগুলো তদন্তের দাবী করেন তারা। রেজুলেশন বিহীন উন্নয়ন কাজ বাস্তবায়ন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখি ১২ মেম্বারকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে যা বর্তমান সরকারের সাথে তামাশার শামিল। ইউপি সদস্য মমতাজ বেগম , জাহানারা বেগম ও হাজেরা থাতুনকে দিয়ে তিনটি সরকারী নলকূপ ২৫ হাজার টাকা করে বিক্রি করে টাকা আত্মসাৎ করেন।
সাংবাকিদের এক প্রশ্নের জবাবে ৬ নং ওয়ার্ড মেম্বার বেল্লাল হোসেন জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় তার ওয়ার্ড থেকে কম ভোট পাওয়ায় কোন উন্নয়নমূলক কাজ হয়নি। কাজের জন্য গেলে তিনি বলেন, যেখানে ভোট দেয় না সেখানে কাজ করে লাভ কি?
১১ মেম্বার বলেন, একজন মেম্বার ও চেয়ারম্যান মিলে কোন মিটিং ও রেজুলেশ না করে ১৩ মাস ধরে ইউয়িন পরিষদ পরিচালনা করছেন দলীয় প্রভাব ও গাঁয়ের জোড়ে।
এ বিষয়ে বাকতা ইউনিয়ন চেয়ারম্যান ফজলুল হক মাখন বলেন, উনাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ইউপি সদস্যরা প্রকল্পের সভাপতি তারা প্রকল্পের কাজ করছে, তাদের স্বাক্ষরে টাকা উত্তোলন করছে, প্রকল্পে তাদের ছবিও আছে।
0 Comments