Header Ads Widget

 


মুক্তাগাছায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অধিকার সুরক্ষায় ওরিয়েন্টেশন ও খাতা বিতরণ অনুষ্ঠিত


 মুক্তাগাছা প্রতিনিধিঃ মুক্তাগাছা উপজেলার সত্রাশিয়ায় সোমবার সকালে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অধিকার ও সুরক্ষা বিষয়ে এক সচেতনতা মূলক ওরিয়েন্টেশন এবং খাতা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সত্রাশিয়া বিডিসি সদস্য মলিন দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ জামালপুর এসিও-এর সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরিফিকেশন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী মাহমুদ হাসান, সাংবাদিক এম ইদ্রিস, ফেরদৌস তাজ, পিসিসি প্রতিনিধি হাবিবুর রহমান, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ মুক্তাগাছা সাউথ এপির প্রোগ্রাম অফিসার কৃষিবিদ রাকিবুল ইসলাম এবং স্পন্সরশীপ সিস্টেম সাপোর্ট অফিসার নয়ন প্রাঞ্জল চিসিম। অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন ৫০ জন শিশু ও ৫০ জন অভিভাবকসহ যুব ফোরাম ও ইয়ুথ ফোরামের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

 আলোচনা পর্বে বক্তারা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, তাদের অধিকার সংরক্ষণ এবং সামাজিকভাবে সহাবস্থান নিশ্চিত করতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। অনুষ্ঠান শেষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে প্রত্যেককে ৮টি করে মোট ৪০০টি খাতা বিতরণ করা হয়।

Post a Comment

0 Comments