Header Ads Widget

 


ফুলবাড়িয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 


ফুলবাড়িয়া প্রতিনিধিঃ ফুলবাড়িয়া থানার আওতাধীন এলাকায় বসবাসরত প্রায় পাঁচ হাজার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) এ সভায় তাদের সমস্যা, অভিযোগ এবং প্রয়োজনীয় পরামর্শ শোনা হয়। সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর  শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ভাতা, ভূমি ও সামাজিক নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। এসময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের সমস্যাগুলো মনোযোগসহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি সমাজের মূলধারার সঙ্গে সম্পৃক্ত হয়ে এগিয়ে যাওয়ার জন্যও পরামর্শ প্রদান করা হয়। মতবিনিময় সভায় জানানো হয়, সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং স্থানীয় প্রশাসনও এ বিষয়ে সবসময় তাদের পাশে থাকবে।

‎স্থানীয়রা জানান, এ ধরনের সভা নিয়মিত হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রকৃত সমস্যা ও প্রয়োজনীয়তা চিহ্নিত করা সহজ হবে এবং উন্নয়ন কার্যক্রমে তাদের অংশগ্রহণ নিশ্চিত হবে।

Post a Comment

0 Comments