বাবলু আকন্দঃ “গাছ লাগান পরিবেশ বাঁচান, একটি সবুজ ভবিষ্যত নিশ্চিত করুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুক্তাগাছা উপজেলার বিআরডিবি অফিসে এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২৪৮ জন প্রশিক্ষণপ্রাপ্ত অংশগ্রহণকারীর মাঝে ফলজ, বনজ ও ওষুধি মিলে মোট ১২৪০টি গাছ বিতরণ করা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা (IHREP) প্রকল্পের আওতায় এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুহাস চিরান, উপজেলা কো-অর্ডিনেটর, আইএইচআরইপি প্রজেক্ট, পিসিসি ময়মনসিংহ; সিল মিন জাহান ইলমা, কৃষি অফিসার মুক্তাগাছা; এবং পল বিশ্বাস, ফাইন্যান্স অ্যান্ড এডমিন, পিসিসি ময়মনসিংহ।
প্রশিক্ষণ শেষে বিডি অ্যাওয়ারনেস, বাগাসাস, ট্রাভেল, শিক্ষক সমিতি, প্রতিবন্ধী সমিতি, মুক্তাগাছা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের গাছ প্রদান করা হয়।
0 Comments