Header Ads Widget

 


সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে তাড়াইলে মানব বন্ধন অনুষ্ঠিত

 


তাড়াইল প্রতিনিধিঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় অদ্য ৯ ই আগষ্ট রোজ শনিবার বেলা তিন গটিকায় উপজেলা প্রেস ক্লাবের উদ্দোগে তাড়াইল উপজেলা চত্তরে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে নিঃসংশ ভাবে হত্যার প্রতিবাদে ও খুনিদের ফাঁসির দাবিতে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মুকুট রন্জন দাস মধু সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন সহ সভাপতি ওয়াসিম আকন্দ সোহাগ, সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন কাঞ্চন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন কাঞ্চন শতাব্দীর কন্ঠ পএিকার স্টাফ রিপোর্টার বাবু রবিন্দ্র চন্দ্র সরকার, ভোরের আকাশ পএিকা র জেলা প্রতিনিধি হুমায়ুন রশিদ জুয়েল,প্রতিদিনের কিশোর গন্জের তাড়াইল প্রতিনিধি আলী হোসেন গেনু, তাড়াইল বিচিত্রা টিভির সম্পাদক ছাদেকুর রহমান রতন, ক্রাইম তালাশের মাখদুম হোসেন রুভেল, তাড়াইল এক্সপ্রেস এর প্রতিনিধি কাজল কুমার বিশ্বাস, সানি আহম্মেদ, আবু তাহের মরাজ সহ আরও অনেকে মানব বন্ধনে বক্তারা সাংবাদিক দম্পতি সাগর রুনির বিচারের মত যেন পিছলে না যায় অনতি বিলম্বে খুনিদের ফাঁসি কার্যকর করার জোর দাবী জানান পাশাপাশি সাংবাদিকদের সু রক্ষায় নতুন আইন করার প্রতি গুরুত্ব আরোপ করেন সাংবাদিকরা রাস্ট্রের চতুর্থ স্তম্ব এই হিসাবে আইনি প্রক্রিয়ায় গণমাধ্যম কর্মী দের সুরক্ষা আইন করে বাস্তবায়ন করার জন্য অন্তরবর্তী সরকারের কাছে জোর দাবী জানান। বিকাল চার গঠিকায় মানব বন্ধন অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করেন।

Post a Comment

0 Comments